কলকাতা 

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দ্যা সিপিডিয়ারের ভূমিকা

শেয়ার করুন

স্মৃতি সামন্ত  : ভারতের গণতান্ত্রিক অধিকার কে সুরক্ষা করতে দ্যা সিপিডিআর অঙ্গীকারবদ্ধ। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনটি কলেজ স্কোয়ার মহাবোধি সোসাইটি হলে এক মনোরঞ্জন কর অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে বাচ্চাদের জন্য ছিল বসে আঁকা প্রতিযোগিতা ,ফ্রি মেডিকেল ক্যাম্প, বস্ত্র বিতরণ ,গুণীজন সম্বর্ধনা ও বিশিষ্ট ব্যক্তিরা মানবাধিকার বিষয়ক বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণীজন মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন, দিসিপিডিআর এর জেনারেল সেক্রেটারি , সৈয়দ হাবিবুল্লা তিনি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী।

আর এই পুরো সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশ্যে বলেন, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে নিযুক্ত করতে চাই।মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করে যাবো।আমাদের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরে সতর্কতা বৃদ্ধি করা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অনিন্দিতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক রাজা সেন,

Advertisement

অবসরপ্রাপ্ত হাইকোর্টের জজ সাহেব ইমতাজ আলি শা, বিএসবিএম এডুকেশনের ওয়াজুল হক ও সংগঠনের অন্যান্য সদস্যরা সবাই উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ