আন্তর্জাতিক 

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের মর্যাদা হারালো বাংলাদেশে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগানের মর্যাদা হারালো।২০২০ সালের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাই কোর্ট তাদের রায়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। হাই কোর্টের রায়ে আরও বলা হয়, জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি ব্যবহারের জন্য পদক্ষেপ করতে হবে।

কিন্তু হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হাই কোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয়।

Advertisement

২০১৭ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করার আর্জি জানিয়ে রিট আবেদন দাখিল করেছিলেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার ভিত্তিতেই ওই রায় দেয় হাই কোর্ট। মঙ্গলবার বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, “আপিল বিভাগের নির্দেশের পর ‘জয় বাংলা’কে আর জাতীয় স্লোগান হিসাবে গণ্য করা হবে না।”

প্রসঙ্গত, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর দল আওয়ামী লীগের আমলে এই জনপ্রিয়তা অটুট থাকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ