গর্জন সমাবেশের দিকে এগিয়ে চলেছে এসডিপিআই-এর চতুর্থ দিনের পদযাত্রা
বিশেষ প্রতিনিধি : “নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে এক সপ্তাহব্যাপী ভাঙন কবলিত ৬ টি বিধানসভায় আন্দোলন গড়ে তুলতে পদযাত্রা করে চলেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। ভাঙনের স্থায়ী প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ও পুনর্বাসনের দাবিতে এসডিপিআই-এর এই পদযাত্রার আজ চতুর্থ দিনের সূচনা হলো রঘুনাথগঞ্জ খড়খড়ি ব্রিজ থেকে। প্রায় ১০০ কিলোমিটারের পদযাত্রায় হেঁটে চলেছেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম ছাড়াও বহু নেতাকর্মী। বিভিন্ন এলাকার জনগণ এই পদযাত্রাকে স্বাগত জানায়, ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলের রাজ্য নেতৃত্বকে।
রঘুনাথগঞ্জে ফুলতলা হয়ে হলুদ মোড়, মোহাম্মদপুর, ইসলামপুর, জোতকমল, পিয়ারাপুর, ঘোষ পাড়া,তালতলা, কালীতলা, বেলতলা, সন্মতিনগরে প্রবেশ করে। এই পদযাত্রা সন্মতীনগরে আয়োজিত পথসভায় রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম গঙ্গা পদ্মা তীরবর্তী এলাকার নেতৃত্বদের বিশেষভাবে দায়ী করেন। তিনি বলেন যে গঙ্গা-পদ্মা ভাঙ্গন প্রতিরোধে এখানকার নেতৃত্বরা শুধুমাত্র বালির বস্তা ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করেন যা শুধুমাত্র লোক দেখানো এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার ছাড়া কোন স্থায়ী সমাধানের ব্যবস্থা তারা করেনি।
রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মহাশয় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সরকারের উদাসীনতা ও গড়িমসির কথা তুলে ধরেন। এছাড়াও রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির অন্যতম সদস্য খাইরুল আলম গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করলেও সেই টাকার নূন্যতম ভাঙন প্রতিরোধে ব্যবহৃত হয়নি বলে দাবি করেন।
ভাঙন প্রতিরোধের দাবিতে ১৪ ডিসেম্বর লালগোলা এম এন অ্যাকাডেমি ময়দানে আয়োজিত গর্জন সমাবেশকে সম্মুখে রেখে বিগত ৪ দিনে ৬০ কিলোমিটার যাত্রা করে আসছে এই পদযাত্রা, আজ খড়খড়ি ব্রিজ থেকে মহালদারপারা দীর্ঘ ১৩ কিলোমিটার পায়ে হাঁটেন রাজ্য নেতৃত্ব ও কর্মীরা।