দেশ 

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক! ‘নিষ্ক্রিয়’ করতে ২৫ লাখ টাকা দাবি, হুমকি দাতাকে খুঁজছে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়াল সোমবার সকালে। সংবাদ সংস্থা এএনআই দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, ৪০টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার বেশি রাতের দিকে স্কুলে ইমেল করে ওই হুমকি পাঠানো হয়। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। বোমাতঙ্ক ছড়াতেই তাঁরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন এবং পড়ুয়াদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাতটা নাগাদ বোমাতঙ্কের খবর জানতে পারে তারা। এখনও পর্যন্ত পুলিশ দু’টি স্কুলে বোমাতঙ্কের কথা নিশ্চিত করছে। তবে ৪০টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

ওই হুমকি ইমেলের প্রেরক দাবি করছেন, তিনি স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বোমা লুকিয়ে রেখেছেন। এগুলি ফাটলে স্কুল ভবনের বিশেষ ক্ষতি না হলেও, অনেকে জখম হবেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ৩০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ২৫ লাখ ৪১ হাজার ৪৫৩ টাকা) দাবি করেছেন ওই ইমেলের প্রেরক। ওই টাকা না পেলে তিনি বোমা ফাটিয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ