কলকাতা 

বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করছে কলকাতা পুরসভা জানালেন মেয়র ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারের বিভিন্ন দফতরের পাশাপাশি এবার কলকাতা পুরসভাতেও স্থায়ী ও অস্থায়ী কর্মীদের উপস্থিতি ও চলে যাবার সময় নথিভুক্ত করতে  চালু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। এই মর্মে পুরকমিশনার বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেছেন। প্রাথমিক ভাবে জঞ্জাল অপসারণ, ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্যবিভাগে এই পদ্ধতি চালু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগেও চালু হবে। প্রতিটি বিভাগের কন্ট্রোলিং অফিসারকে নির্দেশিকা জারি হওয়ার ৩০ দিনের মধ্যে এই যন্ত্র বসানো ও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগেরই অন্য কোনো আধিকারিককে এই ব্যবস্থার উপর নজরদারি রাখতে বলা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম আজ সন্ধ্যে সাংবাদিকদের জানান, জঞ্জাল অপসারণ , স্বাস্থ্য সহ বেশ কিছু বিভাগে যেসব কর্মীরা বাইরে কাজ করেন তাদের অনেকেই রেজিস্ট্রারে সই করে নির্ধারিত সময় মত কাজ করেন না। অনেক সময় অনুপস্থিত থাকলেও অন্য কেউ অপরের উপস্থিতি দিয়ে দেয়। এই অসাধু প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ। যে সকল আধিকারিকরা এতদিন রেজিস্ট্রার দেখাশোনা করতেন তারাই এবার থেকে বায়োমেট্রিক ব্যবহৃত হচ্ছে কিনা তার উপর নজর রাখবেন।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − five =