কলকাতা 

গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল ; আগত তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম, বসানো হয়েছে সিসিটিভি জানালেন জেলাশাসক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আসন্ন গঙ্গাসাগর মেলার সময় মাঝেরহাট সেতু সংস্কারের জন্যে ডায়মন্ডহারবার রোডের যানজট নিয়ন্ত্রনে পূর্ব রেল শিয়ালদা দক্ষিন শাখা ছাড়াও চক্ররেলের প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে তীর্থযাত্রীদের নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিন চব্বিশ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকর রাও আজ আলিপুরে এক সাংবাদিক বৈঠকে এ’কথা জানিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে পূর্ব রেল কতৃপক্ষ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্তের কথা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছে।
মেলা উপলক্ষ্যে এগারো থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত এই স্টেশন থেকে দৈনিক একজোড়া করে ট্রেন চালানো হবে বলে জেলাশাসক জানান। এছাড়াও এবারে সাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে একটি মেগা কন্ট্রোল রুম চালু করা হবে। কলকাতা থেকে সাগরে কপিল মুনির মন্দির পর্যন্ত বিভিন্ন রাস্তায় নজরদারির জন্যে আটশো টি সিসিটিভি লাগানো হবে যেগুলি এই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রন করা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।
এছাড়াও সাগর দ্বীপের বিভিন্ন জায়গায় ১৮টি ড্রোন ক্যামেরা, সিসিটিভি যুক্ত কুড়িটি হিলিয়াম বেলুনেও নজরদারি চালানো হবে। আট নম্বর লট ও কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী প্রতিটি যাত্রীবাহী ভেসেল ও বার্জে জিপিএস ব্যবস্থা ছাড়াও মেলার দিনগুলিতে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস জানার জন্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সব মিলিয়ে এবারে সাগর মেলায় দশ হাজার পুলিশ কর্মী, আধিকারিক মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × two =