কলকাতা 

হাসপাতালের বর্হিবিভাগে রোগী দেখানোর নিয়মে কী বদল আনছে মমতা সরকার জানুন ?

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা সরকার রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে বহির্বিভাগে রোগী দেখানোর জন্যে টিকিট কাটার নিয়ম বদল করতে চলেছে। আগামী ১৫ জানুয়ারী থেকে নতুন নিয়মে রোগীকে তার ডিজিটাল রেশন কার্ড বা নিজের মোবাইল নম্বর দিয়ে টিকিট কাটতে হবে বলে স্বাস্থ্য দপ্তর সম্প্রতি নির্দেশিকা জারি করেছে। ফলে সেখান থেকেই খুব কম সময়ে রোগীর সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।
হাসপাতালগুলিতে বহির্বিভাগে ভিড় কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন। নতুন নিয়মে রেশন কার্ডের কিউআর কোড বা বারকোড স্ক্যান করে মুহূর্তের মধ্যে রোগীর সব তথ্য পাওয়া যাবে। এরপরে রোগীকে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। ফলে রোগীকে বারবার কার্ডও আনতে হবে না বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানান হয়েছে।

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 + six =