ট্যাব কান্ডে জড়িত থাকার অভিযোগে চাকরি গেল শিক্ষকের!
বাংলার জনরব ডেস্ক : একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা আত্মসাৎ করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হলেন মালদাহের এক শিক্ষক। তিনি পূর্ব বর্ধমানের একটি স্কুলে কম্পিউটার পড়াতেন।
শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরি যাওয়া শিক্ষকের নাম রকি শেখ। মালদহের বাসিন্দা রকি বৈষ্ণবনগর থানা এলাকার পূর্ব বর্ধমানের ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। চুক্তির ভিত্তিতে স্কুলে কম্পিউটার পড়াতেন রকি। ট্যাব-কাণ্ডে তাঁকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তাঁকে বরখাস্ত করল শিক্ষা দফতর। বরখাস্তের নোটিস রকির স্কুলেও পাঠানো হয়েছে বলে খবর। যদিও ডিআই (হাই স্কুল) বৃন্দাবন মিত্র বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’’
স্কুল সূত্রে খবর, ২০২১ সালের মার্চ মাসে পূর্ব বর্ধমানের স্কুলে পড়ানো শুরু করেছিলেন রকি। পঞ্চম থেকে দশম শ্রেণির কম্পিউটার ক্লাস নিতেন। এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও ছিল রকির।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রকির মতো বেশ কয়েক জন শিক্ষক-শিক্ষাকর্মীর নাম উঠে এসেছে তদন্তে। তাঁদের সকলের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।