কলকাতা 

ধর্মঘটে সামিল হওয়া তো দূর-অস্ত ৭ ও ১০ তারিখ সরকারি কর্মচারি ও শিক্ষকরা ছুটিও নিতে পারবেন না কঠোর নির্দেশ নবান্নের

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাম শ্রমিক সংগঠনের অনুরোধ সত্ত্বে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা আগামী ৮ এবং ৯ জানুয়ারি বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ঘণ্টার ধর্মঘটে শাসক তৃণমূল দল সামিল হচ্ছে না । উপরন্ত রাজ্য সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।

নবান্নে অর্থ দপ্তর থেকে  শুক্রবার  এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে,ধর্মঘটের আগের ও পরের দিন মিলিয়ে  রাজ্য সরকারি কর্মচারীরা ৭-১০ জানুয়ারি পর্যন্ত কোনও ছুটি নিতে পারবেন না । ৪ জানুয়ারির আগে থেকে যাঁরা ছুটিতে আছেন, হাসপাতালে চিকিৎসাধীন বা পরিবারের কোনও সদস্যের মৃত্যুর কারণে ছুটি নিয়েছেন, তাঁদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় । যে সমস্ত মহিলা কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তাঁদেরও ছাড় দেওয়া হয়েছে।

Advertisement

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ধর্মঘটের দিন কাজে যোগ না দিলে শো কজ করা হবে, চাকরিজীবন থেকেও একদিন ছেদ পড়বে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে ধর্মঘটে সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কঠোর ভাষায় কংগ্রেস ও সিপিএম নিন্দা করেছে ।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + ten =