দেশ 

পারিবারিক বিবাদের জেরে রাজস্থানের রাজ পরিবারে সংঘর্ষ, উদয়পুর রাজপ্রাসাদে, ইটবৃষ্টিতে জখম ৩

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোমবার মেবারের ৭৭তম মহারানা হিসাবে অভিষিক্ত হন বিশ্বরাজ সিং মেবার, যিনি বিজেপি বিধায়কও বটে। সোমবার রাতে প্রাসাদে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন খুড়তুতো ভাই লক্ষ্যরাজ সিং মেবার। উত্তেজিত বচসার পরে শুরু হয় ইটবৃষ্টি। তাতে জখম হয়েছেন তিন জন।

সোমবার মেবারের মহারানা হিসাবে অভিষেকের পর পারিবারিক দেবতা ধুনি মাতা ও একলিঙ্গ শিবের মন্দিরে পুজো দিতে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিলেন বিশ্বরাজ সিং মেবার। তখনই সংঘাত তৈরি হয় উভয়পক্ষে। লক্ষ্যরাজ সিং মেবার জানান, প্রাসাদে প্রবেশাধিকার নেই বিশ্বরাজের। অভিযোগ, প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পরেও প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি রাজপুত্রকে। উত্তেজিত আবহে দলে দলে বিশ্বরাজের সমর্থকরা হাজির হন প্রাসাদের বাইরে। রাত দশটা নাগাদ অশান্তি তুমুল আকার ধারণ করে। প্রাসাদ লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টি শুরু করেন বিশ্বরাজের সমর্থকরা। পালটা পাথরবৃষ্টি শুরু হয় প্রাসাদের দিক থেকেও। শেষ ধুন্ধুমার পরিস্থিতি শামাল দিতে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশি হস্তক্ষেপে ঝামেলা মিটলেও ততক্ষণে দুপক্ষের তিন জন জখম হয়েছেন।

Advertisement

ঠিক বারো দিন আগে প্রয়াত হন মেবারের ৭৬তম রানা মহেন্দ্র সিং। সোমবার ঐতিহাসিক চিতোরগড় দুর্গে রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় পুত্র বিশ্বরাজ সিংয়ের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ