বাংলার উপ নির্বাচনে ছটি আসনই তৃণমূলের দখলে! বিজেপি নিশ্চিহ্নের পথে
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলার ছটি বিধানসভা কেন্দ্রের যুব নির্বাচন হয়েছিল গত ১৩ই নভেম্বর আজ শনিবার তার ফল প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে যে ছটি বিধানসভা কেন্দ্রেই বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এই ছটি বিধানসভার উপনির্বাচনের পেছনে ছিল গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রগুলির বিধায়করা সকলে লোকসভায় জিতে সাংসদ হয়েছিলেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গের কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ছিলেন জগদীশচন্দ্র বসুনিয়া তিনি বর্তমানে কোচবিহার লোকসভার সাংসদ হয়ে দিল্লি যাত্রা করেছেন। সেই আসনে এবার তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। তিনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছেন। এই কেন্দ্রটি এবার তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অরূপ চক্রবর্তী যিনি বর্তমানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি নির্বাচিত হয়েছিলেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি ফের দখলে রাখল তৃণমূল কংগ্রেস এখান কার প্রাক্তন বিধায়ক জুন মালিয়া, বর্তমানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন প্রয়াত হাজী নুরুলের পুত্র রবিউল ইসলাম। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করেছে।।
২০২১ এর বিধানসভার নির্বাচনে এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিও দখল করে নেওয়ায় তৃণমূল কংগ্রেস ছটি আসনে জয় লাভ করল। এই বিধানসভা উপনির্বাচনের ফলে এটা প্রমাণিত হলো এই রাজ্য থেকে বিজেপি কার্যত বিদায় নিতে চলেছে। সাম্প্রদায়িক মেরুকরণ এবং মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ প্রচার শুভেন্দু অধিকারীর এটা মেনে নিতে পারছে না এই রাজ্যের সাধারণ নাগরিকরা।
অন্যদিকে বামেরাও এই রাজ্যের সেভাবে প্রভাব ফেলতে পারল না যদিও আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে গণ আন্দোলন সৃষ্টি হয়েছিল বাংলায় তার পেছনে অবশ্যই বামেরা ছিল কিন্তু সেই সুফল তারা নিতে পারেনি এই উপনির্বাচনে।