জেলা 

দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ দেগঙ্গা ব্লকের দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৩৬ নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেসপ্রার্থী তথা শিক্ষক একেএম ফারহাদ। আজ সকাল ১১ টায় ভাতিন্ডা থেকে দেগঙ্গার উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্থানীয় একটি মসজিদেই জুম্মার নামায পড়েন। এর পর দুপুরের খাওয়া দাওয়া সেরে  জনসংযোগের কাজে নামেন তৃণমূল কংগ্রেসের এই পোড়খাওয়া নেতা। এদিন দেগঙ্গা ব্লকের দেগঙ্গা-১ অঞ্চলের বিভিন্ন এলাকায় এদিন প্রচার পর্ব সারেন তিনি। সঙ্গে ছিলেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল ওদুদ, গ্রাম পঞ্চায়েত প্রার্থী নার্গিস পারভিন এবং শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ফজলুর রহমান, নৃপেন দে, জীতেন ভট্টাচার্য (ঠাকুর) সহ এলাকার বিশিষ্টরা। প্রচারকে কেন্দ্র করে দিনভর সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। প্রিয় নেতাকে কাছে পেয়ে কেউ মাথায় পুষ্পবৃষ্টি করছিলেন তো কেউ মিস্টি মুখ করিয়ে দিচ্ছিলেন। জননেতা একেএম ফারহাদও তাঁদের কাছ থেকে দোয়া চেয়ে নেন। মোটকথা ৩৬ নম্বর জেলা পরিষদের আপামর জনগণ প্রত্যেই উৎসাহিত তাঁদের প্রিয় নেতাকে প্রার্থী হিসাব পেয়ে। সেই সঙ্গে প্রত্যেকের মুখে একটাই কথা এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম জনপ্রতিনিধি হচ্ছেন শিক্ষক নেতা একেএম ফারহাদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + 7 =