শরণার্থীদের দেশ থেকে তাড়াতে জরুরি অবস্থা জারি করতে পারেন আমেরিকার নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
বাংলার জনরব ডেস্ক : আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রবেশ করেই দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন। আর সেই পোস্ট সমাজ মাধ্যমে শেয়ার করেন স্বয়ং ট্রাম্প। তার পর সম্মতিসূচক মন্তব্য হিসাবে লেখেন ‘ইয়েস’।
পোস্টটিতে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তোড়জোড় শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। অবৈধ শরণার্থীদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোটা প্রচারপর্বে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন অবৈধ শরণার্থীদের দেশছাড়া করবেন। এ-ও বলেছিলেন যে, ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দফতরের কর্মীশ্রেণির আমেরিকানদের আর্থিক নিরাপত্তা। ফল বলছে, সেই প্রচার প্রভাব ফেলেছে ভোটে।
ভোটের ফলাফল বলছে আমেরিকার সাতটি দোদুল্যমান প্রদেশ (সুইং স্টেটস)-এর মধ্যে সব ক’টিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। তার আগেই জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।