প্রয়াত হাওড়া জেলা কিষান কংগ্রেসের সভাপতি জাইদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলা কংগ্রেসের অন্যতম নেতা ও কিষান কংগ্রেসের জেলা সভাপতি শেখ জাহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালেই বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরেই হার্টের রোগে ভুগছিলেন সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের সংখ্যা দিন দিন যখন কমে যাচ্ছে তখন শেখ জাইদুল ইসলাম দলটিকে গভীরভাবে ভালবাসতেন এবং একা দলের ঝান্ডা ধরে বাগনান এলাকায় শাসক দল থেকে শুরু করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে গেছেন। প্রখ্যাত এক সাংবাদিকের ভাষায় পশ্চিমবাংলায় কংগ্রেস কর্মীদের বুকের পাটা আছে বলেই এখনো এই সময় দাঁড়িয়ে কংগ্রেসের পতাকা ধরে থাকেন এই সকল কর্মীরা।
জাইদুল ইসলামদের মত নেতারা কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি এসেছিলেন সমাজকে দেওয়ার জন্য গরিব মেহেনতি মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য। এই মানুষটিকে ব্যক্তিগতভাবে বাংলার জনরবের সম্পাদক সেখ ইবাদুল ইসলাম চিনতেন এবং জানতেন। তিনি বলেছেন, হাওড়া জেলায় এরকম কংগ্রেস কর্মী খুব কম ছিলেন যাদের দলের জন্য নিবেদিত প্রাণ ছিল।