জেলা 

১৯ নভেম্বর শহীদ মিনার সমাবেশে জমিয়েতে ওলামা ফুরফুরার অনুগামীরাও অংশ নিচ্ছেন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাঁচাতে ১৯ নভেম্বর কলকাতার শহীদ মিনার সমাবেশে অংশ নেবেন ফুরফুরা শরীফের প্রধান সংগঠন জমিয়েতে উলামা বাংলার সদস্য ও অনুগামীবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় ফুরফুরা শরীফে জমিয়েতে উলামা বাংলার সভাপতি পীর মাওলানা ইমরানউদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান এর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেন।

পীর ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে ফুরফুরার শরীফের অনুগামী সকলকেই আবেদন করছি এই সমাবেশে অংশ নিতে। তিনি এ বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের বলিষ্ঠ ভূমিকা প্রশংসা করেন। মুহাম্মদ কামরুজ্জামান বলেন জাতির এই সংকটকালীন সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মাদ্রাসা শিক্ষার স্বার্থে জমিয়ে উলামা বাংলার বিগত দিনের আন্দোলনকেও তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Advertisement

জমিয়াতের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এই সমাবেশ সফল করার জন্য মসজিদের ইমাম সাহেবদের জুমার খুতবায় সাধারণ মানুষকে অবগত করানোর আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ