কলকাতা 

আন্তরাজ্য শিশু পাচার চক্রের সন্ধান পেল সিআইডি! শালিমার স্টেশন থেকে গ্রেফতার ২

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রবিবার সকালে শিশু পাচারের অভিযোগে হাওড়ার শালিমার স্টেশন থেকে দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি।সিআইডি সূত্রে খবর, গয়া থেকে দু’দিন বয়সের শিশুকন্যাকে চুরি করে এনে এ রাজ্যে পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। দম্পতি সেজে শালিমার স্টেশনে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। ধৃত মানিক হালদার এবং মুকুল সরকারকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছেন তদন্তকারী আধিকারিকেরা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাদের দুই আধিকারিক নিঃসন্তান দম্পতি সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। শেষ পর্যন্ত চার লক্ষ টাকায় শিশু ‘ক্রয়’-এর কথা চূড়ান্ত হয়। রবিবার সকালে দুরন্ত এক্সপ্রেস থেকে শালিমার স্টেশনে নেমেছিলেন মানিক এবং মুকুল। অভিযোগ, তাঁদের সঙ্গে ছিল দু’দিন বয়সের শিশুও। স্টেশনে ওৎ পেতে বসেছিলেন সিআইডি আধিকারিকেরা। মানিক এবং মুকুলকে হাতেনাতে ধরেন তাঁরা। উদ্ধার হওয়া শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত মানিকের বয়স ৩৮ বছর। মুকুলের বয়স ৩২ বছর। তাঁরা কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। অভিযোগ, গয়া থেকে চুরি করেছিলেন শিশুকন্যাকে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও শিশু পাচারের অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে আর কে জড়িত রয়েছেন, তা খুঁজে দেখছেন তদন্তকারীরা। আন্ত রাজ্য শিশু পাচার চক্রের হদিশ পেয়েছে রাজ্য পুলিশের সিআইডি। এই দুজনকে গ্রেফতার করার মধ্য দিয়ে ই তদন্তকারীরা আশা ব্যক্ত করছেন খুব শীঘ্রই এই চক্রের আরো বেশ কিছু পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ