আইআরএস পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে জয়পুর থেকে গ্রেফতার যুবক
বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার হিসেবে পরিচয় দিয়ে বেশ কয়েকজন মহিলাকে প্রেমের জালে ফাঁসাতেন জয়পুরের এক যুবক। ওই মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে অশ্লীল ভিডিও বানিয়ে মহিলাদেরকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে।
রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, কখনও নিজেকে আইআরএস অফিসার কখনও আবার মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) আঞ্চলিক অধিকর্তার পরিচয় দিতেন সর্বেশ কুমাবত নামে ওই যুবক। তিনি মধ্যেপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বেছে বেছে সরকারি চাকরিজীবী মহিলাদের নিজের শিকার বানাতেন সর্বেশ। এ ভাবে একের পর এক মহিলাদের প্রতারণা জালে ফেলে টাকাপয়সা হাতিয়ে নিতেন। ২৫ জন মহিলাকে তাঁর প্রেমের ফাঁদে ফেলেন। তার পর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিয়ো বানাতেন। সম্প্রতি এক মহিলার সন্দেহ হয়। তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই ভুয়ো আইআরএসের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জয়পুর থেকে গ্রেফতার করা হয় সর্বেশকে।
সর্বেশকে ধরার জন্য পুলিশও জাল পাতে। প্রতারিত এক মহিলাকে এই কাজে ব্যবহার করে পুলিশ। তাঁকে দিয়েই জয়পুরের একটি হোটেলে ডেকে পাঠানো হয় সর্বেশকে। সেখানে আগে থেকেই পুলিশ অপেক্ষা করছিল। সর্বেশ আসতেই তাঁকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, জয়পুরেরই ২৫ মহিলাকে প্রতারিত করেন সর্বেশ। তাঁদের মধ্যে এক জনের সন্দেহ হয়। তাঁর কাছে নিজেকে এসিবির আঞ্চলিক অধিকর্তা হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন সর্বেশ। কিন্তু ওই মহিলা এসিবি দফতরে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয় এই নামে কোনও অধিকর্তা নেই। অধির্কতার নাম ঘনশ্যাম সোনি। তার পরই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন।