কলকাতা 

হাতিয়াড়া থেকে নিউটাউন – শুরু হলো সেতু নির্মাণের কাজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার এয়ারপোর্ট সংলগ্ন হাতিয়াড়া থেকে নিউ টাউনে যাওয়ার সংযোগকারী সেতু নির্মাণ নিয়ে এলাকার জনগণের মধ্যে দারুন উৎসাহ-উদ্দীপনা। শুক্রবার ৮ নভেম্বর এই সেতু নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। সূচনা অনুষ্ঠানে ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মোঃ আফতাব উদ্দিন, বিধান নগর পৌর নিগমের এক নম্বর বরো চেয়ারম্যান শাহনাওয়াজ আলী মন্ডল ডাম্পি সহ আরো বিশিষ্টজনরা। সকলেই এক বাক্যে বলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক তার দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন।

তারই ফলশ্রুতিতে এই সেতু নির্মাণের উদ্যোগ। নিউটাউন গড়ে তোলার সময় জমি অধিগ্রহণের কারণে হাতিয়াড়াবাসী জমি হারা হয়ে পড়েন। সেতুবন্ধনের এই কাজ সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে বলে সকলেই মনে করছেন। এদিনই সেতুর কাজ শুরু হয়ে যায়, জোর কদমে বিজ্ঞজনের তদারকিতে যত তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ করা যায় সেদিকে বিশেষ নজর রাখা হবে, বলে জানান কাউন্সিলর সিরাজুল হক। তিনি আরো বলেন, এই সেতু হলে বিধান নগর কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পাশাপাশি উপকৃত হবেন আরো অনেকেই। ভিআইপি থেকে নিউ টাউন সরাসরি যাতায়াত করা যাবে এই রাস্তা দিয়ে। ফলে তেঘরিয়া, লোকনাথ মন্দির, হাতিয়াড়া সংঘ ও মেঠোপাড়া, রাজারহাট, ইকোপার্ক, ইকোপার্ক থানা, তিতুমীর মেট্রো স্টেশন ইত্যাদি একাধিক জায়গার মানুষজনের যাতায়াত এতে অনেক সহজ হয়ে যাবে।

Advertisement

সেতু নির্মাণের পাশাপাশি বাগুইআটি থেকে হাতিয়াড়া সড়ক সংস্কার, নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, হাই মাস্ট লাইট লাগানোসহ বিভিন্ন সংস্কারমূলক কাজে সকলের সহযোগিতায় ১৩ নম্বর ওয়ার্ড আজ অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয়েছে এবং আগামী দিনেও সমস্ত প্রতিশ্রুতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ বলে জানান সিরাজুল হক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ