জেলা 

বনমালীপুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা আলহাজ্ব জালাল উদ্দিনের ইন্তেকাল 

শেয়ার করুন

হাসিবুর রহমান : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মৌলানা জালাল উদ্দিন সাহেব বৃহস্পতিবার দুপুরে ই বুকের ব্যথা নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হন সেখানে রাত এগারোটা নাগাদ ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর এই ৮১ বছর জীবনেই তিনি শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অসংখ্য আলেম হাফেজ আজ শোকাহত

Advertisement

শুধু আলেম হাফেজ নয় আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন সাহেবের শিক্ষায শিক্ষিত হয়ে কেউ ডাক্তার কেউ মাস্টার ইঞ্জিনিয়ার আইনের পেশাতে ও কাজ করছেন বলে জানা যায়।। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোক স্তব্ধ হয়ে পড়েন গোটা এলাকার মানুষ। তিনি ছিলেন একটি ভদ্র নম্র স্বভাবের মানুষ দীর্ঘদিন তানার ওস্তাদ হযরত মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ এর আদেশ অনুসারে শ্রীনগর জামা মসজিদের ইমামতি করে যান বিনা বেতনে

তিনি রেখে যান চার, পুত্র ও ৫ কন্যা স্ত্রী সহ অসংখ্য শিক্ষা অনুরাগী ও ভক্ত ।আজ শুক্রবার নিজ বাসভবনের পাশেই বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার মাঠেই বেলা ২.৩০ টা জানাজা অনুষ্ঠিত হবে। এই বনমালীপুর মাদ্রাসায় তিনি শিক্ষা অর্জন করেছেন এবং শিক্ষক হিসাবে শেষ জীবন পর্যন্ত কাজও করে গেছেন


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ