আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শাখা খুলতে চেয়ে উপাচার্যকে চিঠি আরএসএসের
নিজস্ব প্রতিনিধিঃ এবার মুসলিমদের মধ্যে আরএসএস সম্পর্কে ভীতি দূর করতে উদ্যোগী হয়েছেন সংগঠনের কর্তারা। তাঁরা এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শাখা খোলার অনুমতি চেয়ে উপাচার্য তারিক মনসুরকে চিঠি দিয়েছেন।
আরএসএস সংগঠনের পক্ষে মুহাম্মদ আমির রশিদ উপাচার্যকে এই চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন আরএসএস সম্পর্কে সংখ্যালঘু সমাজে একটা ভীতি রয়েছে। আসলে আরএসএস একটা সামাজিক সংগঠন। এরা মূলত দেশের স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করে থাকে। দেশপ্রেম ও দেশের প্রতি মমত্ববোধ তৈরিতে এই সংগঠন বিশেষভাবে তাদের ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
যদিও এই চিঠি পাওয়ার পর উপাচার্যের পক্ষ থেকে সাংবাদিকদের এখনো কিছু জানানো হয়নি। তবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই চিঠির তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে, আরএসএস বর্তমানে মুসলিমদের তাদের জাতীয়তাবাদী ভাবধারায় আকর্ষণ করার জন্য নূতন এক সংগঠন তৈরি করেছেন তার নাম দিয়েছেন রাষ্ট্রীয় মুসলিম সংঘ। আলীগড় এ তারা আর এম এস রই শাখা খুলতে চাইছে।