কলকাতা 

RG Kar Medical College and Hospital Incident : আর জি কর কাণ্ডে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন! ১১ নভেম্বর থেকে শুনানি শুরু,আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে দাবি অভিযুক্তের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে বক্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাই বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১১ ই নভেম্বর থেকে প্রতিদিন শিয়ালদহ আদালতে এই মামলার শুনানি হবে।

সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার আরজি করকাণ্ডে দুই মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আরজি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলছে। অন্য দিকে, শিয়ালদহ আদালতে শেষ হল আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া।

আদালত সূত্রে খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরজি করকাণ্ডে একমাত্র অভিযু্ক্ত। শিয়ালদহ আদালত থেকে বেরোনোর সময় প্রায় তিন মাস পর মুখ খোলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। সংবাদমাধ্যম এবং উপস্থিত মানুষজনের সামনেই চিৎকার করে বলেন, ‘‘আমি এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ