গভীর রাতে বাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক বাড়িতে ফাটল, গ্রেফতার বাড়ির মালিক তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ
বিশেষ প্রতিনিধি : শনিবার দিবাগত মধ্যরাতে উলুবেড়িয়ার তাতিবেড়িয়া এলাকায় এক বাড়িতে বিস্ফোরণ হয়। মধ্যরাতের এই বিস্ফোরণকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য করে যায় কিন্তু দেখা যায় এই বিস্ফোরণের জোরে আশপাশের বেশ কয়েকটি বাড়ি দরজা এবং জানালার কাঁচ ভেঙে গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার এই উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু হয়েছে। জখম হয় এক কিশোরী। তার পরে আবার এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ প্রবল শব্দে কেঁপে ওঠে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ার একটি পাড়া। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের একের পর এক বাড়ির দরজ-জানলার কাচ ভেঙে যায়। পড়ে যায় আসবাবপত্রও। এমনকি, বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। স্থানীয়দের অভিযোগ, একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। সেখান থেকেই ওই দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, পুলিশ এবং প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে জনবসতি এলাকায় একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল?
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। ইতিমধ্যে বাড়িমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, বাড়িতে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত করা হয়েছিল। সেখান থেকেই কোনও ভাবে দুর্ঘটনা হয়েছে। বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।