বাবা সিদ্দিকীর মতই যোগী আদিত্যনাথকে খুন করা হবে হুমকি ফোনে!
বাংলার জনরব ডেস্ক : বাবা সিদ্দিকীর মতই যোগী আদিত্যনাথকে খুন করা হবে যদি তিনি দশ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করেন। এরকমই একটি হুমকি ফোন এসেছে মুম্বাই পুলিশে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, হুমকি দিয়ে বলা হয়েছে, যদি ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন যোগী আদিত্যনাথ, তা হলে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে তাঁকে। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। এই হুমকিবার্তার নেপথ্যে কে বা কারা, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে বাবা সিদ্দিকি খুনের পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মুম্বই পুলিশ। তাই আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না তারা।
হুমকিবার্তা সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মুম্বই পুলিশের বার্তা পাওয়ার পরই যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এই হুমকিবার্তার সঙ্গে কোনও গ্যাংয়ের সংযোগ রয়েছে কি না, কোন এলাকা থেকে ফোন করা হয়েছিল, তা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর পুত্র জিশানের অফিসের বাইরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বাবা সিদ্দিকির। সেই হামলার ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, হামলার নেপথ্যে ছিলেন লরেন্সের ভাই আনমোল। কানাডায় বসে সিদ্দিকিকে খুনের ছক কষা হয়েছিল।