ইরানের ধর্মীয় নেতার নির্দেশ মেনে, ইসরাইলের ওপর অকল্পনীয় হামলা হবে হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের, কোন পথে হামলা?
বিশেষ প্রতিবেদন : ইসরাইলের হামলার সমুচিত জবাব দেবে ইরান। সম্প্রতি ইসরাইল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তার প্রত্যুত্তর দেওয়ার জন্য ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেইন নির্দেশ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশ যথাযথভাবে পালন করা হবে বলে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গত ২৬ শে অক্টোবর যে হামলা ইসরাইল করেছিল তারই পরিপ্রেক্ষিতে এবার হামলা চালানোর উদ্যোগ নিয়েছে ইরান।
গতকাল বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জন্য তারা এত বড় প্রতিক্রিয়া পাবে, যা তারা কল্পনাও করতে পারে না।
২৬ অক্টোবর ইরানে ইসরাইলি বাহিনীর হামলার দিকে ইঙ্গিত করে হোসেইন সালামি বলেন, ইসরাইলিরা এটা ভেবে ভুল করছে যে, তারা অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইতিহাস পরিবর্তন করতে পারবে।
এর আগের হামলার কথা মনে করিয়ে তিনি বলেন, ইসরাইল ভুলে যায়নি যে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আকাশজুড়ে ছড়িয়ে পড়েছিল, যখন ইসরাইলি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল।
প্রসঙ্গত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রায় ২৫ দিন পর গত শুক্রবার দিবাগত রাতে ইরানে বিমান হামলা চালায় ইসরাইল।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ১ অক্টোবরের হামলার প্রতিশোধমূলক আক্রমণটি ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছিল- বিশেষত, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্পাদন এবং উৎক্ষেপণ সাইটগুলোকে।
এদিকে জানা গেছে ইরান এবার ইসরাইলের উপরে হামলা চালানোর জন্য ইরাকের মাটিকে ব্যবহার করতে পারে। ইরাকে যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি রয়েছে তাদের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে ইরান ঘনিষ্ঠ এইসব শক্তি গুলির সঙ্গে যোগাযোগ করে ইসরাইলের উপরে হামলা চালানো কৌশল নিয়েছে বলে জানা গেছে। যদিও এই খবরের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পশ্চিমা মিডিয়ায় এই ধরনের খবর প্রকাশিত হয়েছে কিন্তু যতদূর জানা যাচ্ছে ইরান হামলা চালালে সরাসরি ইরান থেকেই সেই হামলা পরিচালনা করা হবে। তবে যদি ইরাকের মাটি থেকে ইসরাইলের উপরে ইরান হামলা চালায় সেক্ষেত্রে ইসরাইলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। কারণ ইরাকের বর্ডারের পাশেই রয়েছে ইসরাইল। যদিও মাঝখানের সিরিয়া থাকলেও তাতে আক্রমণ চালাতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।