মহারাষ্ট্রে প্রধান বিরোধী জোট ‘মহাবিকাশ আবঘাড়ী’তে (এমভিএ) কোনও ফাটল নেই দাবি কংগ্রেসের
বাংলার জনরব ডেস্ক :মহারাষ্ট্রে প্রধান বিরোধী জোট ‘মহাবিকাশ আবঘাড়ী’তে (এমভিএ) কোনও ফাটল নেই! জোটের মধ্যে ভুল বোঝাবুঝি, মতানৈক্যের কথা স্বীকার করে জানাল কংগ্রেস। শুধু তা-ই নয়, তারা আরও জানাল, মহারাষ্ট্রের ২৮৮ আসনেই এমভিএ মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে।
মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেওযার শেষ দিন। তবে অন্তিমপর্বে এসে দেখা যায়, ১১ আসন নিয়ে মতোবিরোধ রয়েছে ‘ইন্ডিয়া’র তিন শরিকের মধ্যে। সেই নিয়ে রমেশ জানান, জোটের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। কিন্তু জোট অটুট। তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও আমরা জোটে সকলের সঙ্গে সমান আচরণ করি।’’ তার পরই শাসক জোটকে নিশানা করেন রমেশ। তাঁর কথায়, ‘‘তারা একে অপরের কোটা থেকে লড়াই করছে। বিজেপি নেতারাই শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) প্রতীকে লড়ছেন। শিন্ডে এবং অজিতের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে।’’ একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর ‘মহাবিকাশ আবঘাড়ী’র হয়ে মুম্বইয়ে প্রচারে যাচ্ছেন রাহুল।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১০২, উদ্ধবসেনা ৯৬ এবং এনসিপি(এসপি) ৮৬টি আসনে লড়বে। বাকি চারটি আসনের মধ্যে সমাজবাদী পার্টি এবং কৃষক সংগঠন পিডব্লিউপি-কে দু’টি করে ছাড়া হবে। এ ছাড়া, বড় তিন শরিক চাইলে নিজেদের কোটা থেকে অন্য ছোট দলগুলিকে আসন ছাড়তে পারে।

