অরাজকতার চূড়ান্ত নজির ! জামিনকে কেন্দ্র করে আইনজীবির সঙ্গে বিচারকের হাতাহাতি! পরিস্থিতি সামাল দিতে গাজিয়াবাদের আদালতে নামলো আধা সেনা!
বিশেষ প্রতিনিধি : জামিনের আবেদন নিয়ে আইনজীবীর সঙ্গে বিচারকের প্রথমে বচসা পরে সেই বছর থেকে হাতাহাতি ভাঙচুর এবং লাঠিচার্জের মত ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আদালতে। মঙ্গলবার একটি জামিনের আবেদন নিয়ে বিচারকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক আইনজীবী। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালতের অন্যান্য আইনজীবী পৌঁছে যান বিচারকের চেম্বারে। তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন আইনজীবীরা। চেয়ার। টেবিল ভাঙচুর করা হয়। চলে ধস্তাধস্তিও। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। কিন্তু তার পরেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না তারা। শেষে আরও পুলিশ ডাকা হয়। নামানো হয় আধাসেনাও। তার পর আইনজীবীদের তাড়া করে বিচারকের চেম্বার থেকে বার করা হয়। আইনজীবীদের কবল থেকে মুক্ত করা হয় বিচারককে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধস্তাধস্তি এবং হাতাহাতিতে বেশ কয়েক জন আইনজীবী আহত হয়েছেন। বিচারকের চেম্বার থেকে বাইরে বার করে দেওয়ার পর আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এবং আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। বার অ্যাসেসিয়েশন এই আইনজীবীদের উপর হামলার নিন্দা করেছে।