ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা! কতদিন থাকবে এই আবহাওয়া?
বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোর রাত থেকেই কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টির ফলে কলকাতার বিভিন্ন এলাকা জলের তলায় তলিয়ে গেছে। জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড় গ্রামের প্রবল বৃষ্টি সম্ভাবনা এখনো রয়েছে এর ফলে এইসব এলাকায় লাল সর্তকতা জারি করেছে রাজ্য প্রশাসন।
এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামিকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে ২৬ অক্টোবর। তবে এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৭ থেকে ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছিল ১০০.৩ মিলিমিটার। সকাল সাড়ে ৮টা থেকে ৩ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার।