শিয়ালদা ও হাওড়া শাখায় ট্রেন চলাচল শুরু দমদম থেকে বিমান চলাচল শুরু , তবে যাত্রী সংখ্যা অনেকটাই কম
বাংলার জনরব ডেস্ক : ঘূর্ণিঝড় দানার ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কায় বৃহস্পতিবার রাত আটটা থেকে শিয়ালদা ও হাওড়া শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বিশেষ করে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই চলছে।
শিয়ালদহ এবং বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। তবে হাওড়া এবং শিয়ালদহ মেন শাখায় মোটের উপরে পরিষেবা স্বাভাবিক ছিল। সময়েই চলেছে ট্রেন। তবে শুক্রবার সকালে দেখা যায়, অন্য দিনের তুলনায় দুই শাখাতেই যাত্রীদের সংখ্যা অনেক কম। হাওড়া বাসস্ট্যান্ডেও সকালের দিকে বাস কম ছিল। বেলায় অবশ্য বাসের সংখ্যা বাড়ে।
‘দানা’র কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার কথা বুধবারই ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলেও ঘোষণা করা হয়। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকাল ৯টায় দু’টি বিমানবন্দরই ফের চালু হয়। স্বাভাবিক হয় বিমান চলাচলও।
উল্লেখ্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবাংলার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব থাকলেও সেভাবে কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে এর প্রভাবে কলকাতার বিভিন্ন এলাকা জলের তলায় চলে গেছে।