দেশ 

কংগ্রেসের সমর্থন নিয়ে উত্তরপ্রদেশের নয় বিধানসভা উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: সিদ্ধান্ত আগেই হয়েছিল যে উত্তর প্রদেশ বিধানসভার উপনির্বাচনে এবারে কংগ্রেস কোন প্রার্থী দেবে না। এর বদলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি দরকষাকষির মধ্যে যাবে না। ইন্ডিয়া জোটের স্বার্থে কংগ্রেস যেমন উত্তরপ্রদেশে প্রার্থী দিচ্ছে না। একইভাবে মহারাষ্ট্রে অখিলেশ যাদব দুইটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে। এক্ষেত্রে খুব বেশি হলে আরো দুটি আসন সমাজবাদী পার্টিকে মহারাষ্ট্রে ছেড়ে দিতে পারে কংগ্রেস। এর বিনিময়ে উত্তরপ্রদেশে কংগ্রেস নটি বিধানসভার উপনির্বাচনে একটিতেও নিজস্ব প্রতীকে লড়বে না। সবকটিতেই সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল চিহ্নে ভোট দেওয়ার কথা বলবে কংগ্রেস দল।

বৃহস্পতিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা অবিনাশ পান্ডে একথা জানিয়েছেন। অন্যদিকে অখিলেশ যাদব ও টুইট করে জানিয়েছে ইন্ডিয়া জোটের সব প্রার্থী এবার সাইকেল চিহ্নে উত্তরপ্রদেশের নটি বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস দল মনে করছে যে কোন প্রকারের বিজেপির আগ্রাসানকে রক্ষা করতে হবে। সেই জন্য যেসব আঞ্চলিক দলের যেসব অঞ্চলে ক্ষমতা রয়েছে সেখানে কংগ্রেস আত্মতগ করতে প্রস্তুত বলে জানিয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ