কলকাতা 

আরো বেশি শক্তি-সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, নবান্নে সারারাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আরো বেশি শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে সামুদ্রিক ঝড় দানা। সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে ৩০০ কিলোমিটারের কমবেশি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। অন্যদিকে সংবাদ সূত্রে জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত আঘাত করার সম্ভাবনা রয়েছে ওড়িশার তিনটি জেলাকে। তবে পশ্চিমবাংলার ও বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল ভাগ এলাকার এই ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি।

জানা গেছে প্রায় এক লাখ মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগাম সর্তকতা ব্যবস্থা হিসাবে স্কুলগুলিকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সারারাত নবান্নে বসে রাত জাগবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ঝড় পশ্চিমবাংলায় আসা থেকে চলে যাওয়া পর্যন্ত তিনি নবান্নে বসে থাকবেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশে দুই জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ