কলকাতা 

Bye Election 2024 : রাজ্যের ৬ উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে শাসকদলের প্রার্থীদের নাম, এক নজরে কেন্দ্র ধরে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের তালিকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সব রাজনৈতিক দলকে অবাক করে দিয়ে গতকাল শনিবার রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। এর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল।

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতা রায়কে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দীপক কুমার রায়কে।

Advertisement

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে,জয়প্রকাশ টোপ্পোকে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাহুল লোহারকে।

নৈহাটি বিধানসভার উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী সনৎ দে, বিজেপির প্রার্থী রূপক মিত্র।

হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও বসিরহাটের প্রয়াত সাংসদ শেখ হাজী নুরুলের পুত্র শেখ রবিউল ইসলাম। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বিমল দাস।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন সুজয় হাজরা, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভজিৎ রায়। সুজয় হাজরা, মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতিও তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছেন ভালো সংগঠক হিসাবে এলাকায় পরিচিত।

বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা ফাল্গুনী সিংহবাবুকে। হয়েছে । এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ