মিড ডে মিল রাধুনীদের ১২ মাসের ভাতা দেওয়ার দাবি জানালো এসডিপিআই।
বিশেষ প্রতিবেদন:সরকারি পুজোর ছুটিতে বা গ্রীষ্মের ছুটিতে সব বিভাগের সরকারি কর্মীরা বেতন পেলেও মিড ডে মিল রাধুনীরা রান্না করেও ভাতা থেকে বঞ্চিত। মিড ডে মিল কর্মীদের প্রতি এই বৈষম্যের তীব্র নিন্দা জানাই এসডিপিআই।
মে মাসে গ্রীষ্মের ছুটি এবং অক্টোবর মাসে পুজোর ছুটি এই দুই মাসে মধ্যে ২০ দিন রান্না করতে হয় তাঁদের । তবুও পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিল কর্মীদের ১০ মাসের বেতন দেয় মাত্র মাসিক ২০০০ টাকা করে।
মিড ডে মিল কর্মীরা একাধিকবার আন্দোলন, স্বারকলিপি জমা দিলেও কোনো কাজ হয়নি। তাঁদের এই আন্দোলন ও আবেদন জেলা স্তরেই হয়েছে রাজ্য স্তরে হয়নি, রাজ্য স্তরে হলে চিন্তাভাবনা করব— রাজ্য মিড-ডে মিল প্রকল্পের অধিকর্তা পারমিতা রায়ের এই বিবৃতি আরও লজ্জা ও দুর্ভাগ্য জনক। বিশ্বের চারজন গরিব মানুষের মধ্যে একজন এই ভারতের অর্থাৎ বিশ্বের ১১০ কোটি চরম দারিদ্রের মধ্যে থাকা মানুষের মধ্যে ২৫ কোটি ভারতের । এমন অবস্থায় দরিদ্র পরিবারের মহিলারা, যারা নিজের সন্তান ও সংসারকে একটু ভালো রাখার জন্য মাত্র ২ হাজার টাকায় মাসে ২৬ দিন রান্না করেন, হিসেব করতে গেলে দৈনিক মাত্র ৭৭ টাকা মজুরিতে , সেখানেও যদি রান্না করে ২ মাসের বেতন কেটে নেওয়া হয় স্বাভাবিক ভাবেই দেশ দারিদ্র ও ক্ষুধার্তের তালিকায় পিছনে যাবে। এই দু মাসের বেতন না দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘন। নিপীড়ন ও শোষণ। এই অন্যায় অবিচার ও জুলুম বন্ধ হওয়া দরকার জরুরী ভিত্তিতে।
মিড ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন পাওয়ার ন্যায্য এ অধিকার পূরণ করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছে।