রাম-মন্দির নির্মাণে আইনি প্রক্রিয়ার শেষে প্রয়োজন হলে অধ্যাদেশও জারি করা হবে : নরেন্দ্র মোদী
বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলের কাছে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির কাছেও রাম মন্দির ইস্যু বড় ইস্যুগুলির মধ্যে অন্যতম। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ,আইনি কাজকর্ম মিটে যাওয়ার পরই রাম মন্দির নিয়ে সিদ্ধান্ত হবে । তারপরই প্রয়োজন হলে অধ্যাদেশ তৈরি হতে পারে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজি নববর্ষে প্রথম দিনে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে মোদী বলেছেন, আইনি প্রক্রিয়া থমকে যাচ্ছে কারণ কংগ্রেসের লোকজন গিয়ে বাধা তৈরি করছে সর্বোচ্চ আদালতে।
বিজেপি রাম মন্দির তৈরি নিয়ে বারবার বলে এসেছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি সঙ্গে সংঘ পরিবার বিজেপি তথা এনডিএ-কে চাপ দিচ্ছে। কেন বারবার দেরি হচ্ছে তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে। অর্ডিন্যান্সও আনতে বলেছে।
মোদীর এই সাক্ষাৎকারে বলেছেন, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শেষ পর্যায়ে রয়েছে। কংগ্রেস বারবার বাধা দিয়ে সময় পিছিয়ে দিচ্ছে। তাই তাদের একাজে পিছিয়ে আসা উচিত বলে মোদী মনে করছেন। আইনকে নিজের মতো চলতে দেওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন।