দেশ 

রাজস্থানে পঞ্চায়েত উপনির্বাচনে বিজেপি শাসক কংগ্রেসের চেয়ে বেশি আসন পেল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি রাজস্থান বিধানসভা নির্বাচন জেতার পর কয়েকটি আসনে পঞ্চায়েত উপ নির্বাচনে বিজেপি কাছে খানিকটা ধাক্কা খেল কংগ্রেস । পঞ্চায়েতে ফের জয়ে ফিরল বিজেপি। কংগ্রেসকে টেক্কা দিয়ে জিতে নিল জেলা পরিষদের একটি আসন। পঞ্চায়েত সমিতিতেও বেশি আসন জিতল বিজেপিই।

গত ২৮ ডিসেম্বর একটি জেলা পরিষদ ও ১৩ টি পঞ্চায়েত সমিতির আসনে উপনির্বাচন হয় । সেই উপনির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে ওই একটি জেলা পরিষদ আসনে বিজেপি জিতেছে । আর ১৩ টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ৬ টি আসন জিতেছে ।

Advertisement

কংগ্রেস জয়ী হয়েছে পাঁচটি পঞ্চায়েত সমিতি আসনে। দুটি সমিতি আসন গিয়েছে নির্দলের দখলে। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল নির্দল। ২৮ ডিসেম্বর এই উপ নির্বাচন হয়। ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ হয়। আর এই ফলাফল সামনে আসার পর খানিকটা উল্লসিত বিজেপির রাজ্য নেতৃত্ব ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে জানিয়েছেন, এই ভোটের ফল প্রমাণ করল, দুসপ্তাহের মধ্যেই কংগ্রেস সরকারের উপর মানুষ আস্থা চলে গেছে। যদিও কংগ্রেস নেতারা এই উপনির্বাচনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না । তাদের দাবি এটা স্থানীয় স্তরে ভোট । প্রার্থীর নিজস্ব ভাবমূর্তি এই নির্বাচনে কাজ করে । তাছাড়া সামগ্রিক পঞ্চায়েত নির্বাচন নয় ; এটা কয়েকটি আসনে উপনির্বাচন মাত্র ।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + fifteen =