দেশ 

বিজেপি মুক্ত ভারত নয় ; বরং বিজেপিকে হারাতে চাই রাহুল গান্ধীর এই আহ্বানে সাড়া দিয়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্জাবের জনাদেশ গেল কংগ্রেসের পক্ষে

শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মাত্র কয়েক মাস আগেও ক্ষমতায় ছিল বিজেপি-আকালি দল । এক বছরের মধ্যে এই দুটি দলই পঞ্জাবে প্রায় সাইনবোর্ড হয়ে গেল । ভাবা যায় ! কথায় কথায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ কংগ্রেস মুক্ত ভারত গড়ার শপথ নিয়ে থাকেন । এখন দেখা যাচ্ছে দেশের মানুষ বিজেপিকে হারাতে হারাতে শেষ পর্যন্ত কোথায় পৌছে দেবে কে জানে ? রাহুল গান্ধী তিন রাজ্য জয়ের পর বলেছিলেন , আমরা বিজেপি মুক্ত ভারত গড়তে চাই না ; আমরা বিজেপিকে হারাতে চাই । রাহুলের কথা কতটা বাস্তবায়িত তা আগামী দিন বুঝতে পারা যাবে । কিন্ত এটা মানতে হবে রাহুলের আবেদনে সাড়া দিয়ে পঞ্জাবের মানুষ সেই রাজ্য থেকে বিজেপিকে মুঝে দিয়েছে । সদ্য সমাপ্ত পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ধুয়ে-মুছে সাফ করে দিল বিজেপি-সহ বিরোধীদের। কংগ্রেস, ৯০ শতাংশ আসনে  জয় পেয়েছে।

রবিবার পঞ্জাবের প্রায় ১৩ হাজার ২৭৬টি পঞ্চায়েতের প্রধান ও ৮৩ হাজার ৮৩১ পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। এই আসনে গড় ভোট পড়ে ৮০ শতাংশ। রবিবার রাত থেকেই ভোটগণনা শুরু হয়ে যায়। তারপরই একে একে কংগ্রেসের জয়ের খবর আসতে শুরু করে। কংগ্রেস একাই জয়ী হয় ৮০ শতাংশ আসনে, সঙ্গীরা জয়ী হয়েছে ১০ শতাংশ। আর বিরোধীরা সম্মিলিতভাবে ১০ শতাংশ।

Advertisement

পঞ্জাব রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগেই ৪ হাজার ৩৬৩ পঞ্চায়েত প্রধান আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৪৬ হাজার ৭৫৪ আসনে। ভোটের ফলেও কংগ্রেসের দিকেই যায়। সিংহভাগ আসনেই জয়ী হল কংগ্রেস। আপ, আকালি দল ও বিজেপি কার্যত ধরাশায়ী।

আর এই জয়ে কংগ্রেস আরও উল্লসিত ও উজ্জীবিত হয়েছে । মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন, লোকসভার ১৩টি আসনেই কংগ্রেস জিতবে। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা সেই আভাস পেয়ে গেল। উল্লেখ্য সম্প্রতি তিন রাজ্যে কংগ্রেসের জয়ের পর দেশের রাজনৈতিক মহল পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনের ফলে দিকে তাকিয়ে ছিল । এই ফল যে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আরও নতুন করে অক্সিজেন যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না ।


শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =