কলকাতা 

‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করতে জুনিয়র চিকিৎসকদের অনুরোধ জানালেন মুখ্য সচিব মনোজ পন্থ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ চিকিৎসক সংগঠনগুলিকে ইমেইল করে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসার আহ্বান জানানোর পাশাপাশি আরও একটি চিঠি পাঠিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে। এই চিকিৎসক সংগঠনের কাছে রাজ্যের মুখ্য সচিব অনুরোধ করেছেন দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার। উল্লেখ্য আগামী মঙ্গলবার 15 ই অক্টোবর রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে আর ওই দিনই জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল নামে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। এই প্রতিবাদ সভার আয়োজন করার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

সংশয় ছিল যেহেতু রাজ্য সরকারের নিজের প্রোগ্রাম রয়েছে রেড রোডে সুতরাং সেখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে এই ধরনের প্রতিবাদ সভার অনুমতি না দেওয়ার সম্ভাবনায় প্রবল ছিল। কলকাতা পুলিশ সরাসরি বিষয়টি নাকচ না করে মুখ্য সচিবের মাধ্যমে অনুষ্ঠানটি না করার জন্য অনুরোধ জানিয়েছে বলে ওয়াকিবহালমহল মনে করছে। মুখ্য সচিব ইমেইল বার্তায় ১১ই অক্টোবর কলকাতা হাইকোর্টের এক নির্দেশের কথা উল্লেখ করে অনুরোধ করেছেন মঙ্গলবার রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর রয়েছে সেই কার্নিভালে লোকসমাগম এবং আগত অতিথিদের নিরাপত্তা সহ অন্যান্য কারণে ওই দিন দ্রোহের কার্নিভাল বাতিল করার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

আগামী মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ওই দিনই আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছিল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। রানি রাসমণি রোড এবং রেড রোডের কার্নিভাল স্থলের দূরত্ব কয়েক মিটার বড় জোর। ফলে চিকিৎসকদের ‘দ্রোহের কার্নিভাল’-এ প্রশাসন অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই আবহেই ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ চিঠি দিলেন মুখ্যসচিব।

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ন’জনকে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাই কোর্ট। তবে জামিন দেওয়ার সময় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট বলে দেন, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। অর্থাৎ, সেখানে যাতে বিক্ষোভ প্রদর্শন না হয়, তা আগেভাগেই জানিয়ে রেখেছে উচ্চ আদালত। সেই নির্দেশের কথাই মুখ্যসচিব জানিয়েছেন চিকিৎসকদের পাঠানো ইমেলে।

পন্থ জানান, কোনও রকম বিক্ষোভ পুজো কার্নিভালে বিরূপ প্রভাব ফেলবে। এ ছাড়াও হাই কোর্টের নির্দেশ অমান্য হবে। তাই ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার অনুরোধ করেন মুখ্যসচিব। একই সঙ্গে, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁদের অনশন প্রত্যাহার করার উপদেশ দেওয়ার আর্জি জানিয়েছেন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর কাছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ