দেশ 

রাজ্যসভায় পেশ করতেই দিল না বিরোধীরা , বিজেপির স্বপ্নভঙ্গ লোকসভা নির্বাচনের আগে পাশ হবে কী তিন তালাক বিল ?

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বছরের শেষ দিনে এক সঙ্গে তিন তালাক দেওয়া ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিলটি রাজ্যসভায় পেশ করতে পারল না সরকার ।  এই বিল থেকে ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিষয়টি পরিবর্তনের দাবিতে সরব বিরোধীরা। আর এই হট্টগোলের জেরেই প্রথমে দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। এর পরে আবার অধিবেশন শুরু হলে আবার হইচই শুরু করেন বিরোধীরা। যার জেরে বুধবার পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
২৭ ডিসেম্বর লোকসভায় পাশ হয়েছে  তিন তালাক বিল। যাতে এক সঙ্গে তিন তালাক দিলে জেল হবে যা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে । তবে শর্ত সাপেক্ষে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে জামিন হতে পারে। বিরোধীরা বলছে ফৌজদারি অপরাধ সংক্রান্তটি বিষয়টি বাদ দিতে হবে । সংখ্যাগরিষ্ঠের জোরে লোকসভায় এই বিল পাশ করা হয় ।

আজ সংসদের উচ্চ-কক্ষে বিলটি পেশ করার কথা ছিল। বিজেপি ও কংগ্রেস উভয়পক্ষই দলের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করেছিল। আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই তিন তালাক বিলের বিরোধিতা করে সরব হন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের দাবি,  বিলটি জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।
লোকসভায় তাৎক্ষণিক তিন তালাক বিলের পক্ষে ২৪৫টি ভোট পড়ে। এবং ১১টি ভোট পড়ে এই বিলের বিপক্ষে। বিজেপির আশা ছিল বিলটি রাজ্যসভায় সমর্থন পাবে। তবে বিল পাশের জন্য রাজ্যসভায় বিজেপির হাতে পর্যাপ্ত সাংসদ নেই। তাই আজ বিল পাশের আগে বিরোধীদের পাশে পেতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। কিন্তু তাতেও কোন কাজ হয় নি। শেষে বিরোধীদের হট্টগোলে বুধবার পর্যন্ত এই অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × one =