কলকাতা 

নববর্ষে মমতার নতুন উপহার ‘ কৃষক বন্ধু ‘ প্রকল্প ; কৃষক মরলে পাবে ২লাখ; না মরলে পাবে একর প্রতি ৫ হাজার টাকা

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলায় আবার এক নতুন প্রকল্প চালু হতে চলেছে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই ঘোষণা দিয়েছেন।

২০১৯-আসার আগের দিনই রাজ্যবাসীকে নববর্ষের উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ কৃষকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন, এখন থেকে রাজ্যে কৃষকদের মৃত্যুতে আর্থিক সাহায্য দেবে সরকার। এর পাশাপাশি চাষের জন্য অনুদান দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন কৃষক-বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পে কারা আসতে পারবে তা মুখ্যমন্ত্রী ব্যাখা করেছেন । কেমন ভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে , কীভাবে টাকা পাওয়া যাবে, সবই এদিন ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

যে সমস্ত কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে, তাঁদের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ। তারা পাবে ২ লক্ষ টাকা করে। মুখ্যমন্ত্রীর দাবি, কোনও কৃষকের মৃত্যু হলে তাদের পরিবার সমস্যায় পড়েন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চাষিরা একর প্রতি ৫ হাজার টাকা করেও পাবেন।

মনে করা হচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের ঋণ মুকুব করার যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দুই রাজ্যে কৃষকদের ঋণ মুকুব করে দিয়েছেন । এতে বিজেপি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল তা অনুসরণ করছে । মমতাও সেই পথেরই পথিক হলেন।

 


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − four =