কলকাতা 

ষষ্ঠীতেও ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  অন্যান্য দিনের মতো ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতাতেও। সকালে মোটের উপরে পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলা হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলা হল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। রাজ্যের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, এখনও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা। সঙ্গে বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই কোথাও কোথাও এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ