দেশ 

প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত প্রতিবন্ধী জওয়ান, সেনা প্রধান ও প্রতিরক্ষা সচিবকে তলব আদালতের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রাপ্য পেনশন থেকে বার বার বঞ্চিত হয়েছেন প্রতিবন্ধী জওয়ান।  কর্তৃপক্ষের দুয়ারে দরবার করেও কোনো লাভ হয়নি। এমনকি সেনা আদালতের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। সেই মামলায় বারংবার আদালত অবমাননার অভিযোগে এ বার সেনাপ্রধানকে তলব করলেন বিচারক। তলব করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকেও। সেনা আদালতে তাঁদের সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।

আর্মড ফোর্স ট্রাইবুনাল (এএফটি) বা সেনা আদালতের নির্দেশ, আগামী ২১ অক্টোবর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষা সচিবকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। আদালত বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রতিবন্ধী জওয়ান কেন তাঁর প্রাপ্য পেনশন পাচ্ছেন না, তার জবাব দিতে হবে ওই দুই কর্তাকে। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

Advertisement

এর আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সেনা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিল। কিন্তু নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছিল হাই কোর্ট। তারা জানিয়েছিল, নির্দেশ অবমাননা করা হলে তার বিরুদ্ধে মামলার ক্ষমতা রয়েছে সেনা আদালতের। কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল হাই কোর্ট।

দিল্লি হাই কোর্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে অক্টোবর মাসেই। কিন্তু নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে সেখানে মামলার শুনানি চলছে। সেই শুনানিতেই ডেকে পাঠানো হয়েছে সেনাপ্রধান এবং প্রতিরক্ষা সচিবকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ