জেলা 

বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ মৃত কমপক্ষে ৭, আহত বেশ কয়েকজন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ এই ঘটনায় কমপক্ষে সোমবার সকালে মৃত্যু হয়েছে সাতজন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া কয়লা খনিতে। সাতজনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।

সোমবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন সাত জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই কোনও ভাবে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ