কলকাতা 

রাস্তা আটকে চিকিৎসকদের অনশন,হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর, হস্তক্ষেপ করলো না আদালত

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ধর্মতলার মতো জনবহুল এলাকায় রাস্তা আটকে চিকিৎসকরা অনশনে বসেছেন তাই এদেরকে রাস্তা ছেড়ে পাশে কোথাও বসে অনশন করার জন্য নির্দেশ দেওয়ার আরজি নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন এক আইনজীবী। কিন্তু সোমবার এ বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনরকম হস্তক্ষেপ করতে রাজি হলো না।হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়।

ওই আইনজীবী আদালতে দাবি করেন যে, রাস্তার অধিকাংশ জুড়ে ডাক্তারেরা বসে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাই তাঁদের রাস্তা ছেড়ে বা রাস্তার পাশে অনশনে বসতে বলা হোক।

Advertisement

প্রসঙ্গত, ২৪ ঘণ্টার অবস্থানের পর শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নিরাপত্তা সংক্রান্ত ওই ১০ দাবি সরকার না পূরণ করলে অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা। শনিবার অনশনে বসেছিলেন ছয় জুনিয়র ডাক্তার। তাঁরা হলেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। কিন্তু অনশনকারীদের মধ্যে আরজি কর হাসপাতালের কেউ নেই কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। রবিবার রাতে ওই ছ’জনের সঙ্গে অনশনে বসেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ