কলকাতা জেলা 

বাজারে লেগেছে আগুন মধ্যবিত্তের উঠেছে নাভিশ্বাস!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পুজোর আগে বাজারে লেগেছে আগুন মধ্যবিত্তের উঠেছে নাভিশ্বাস। কাঁচা লঙ্কা থেকে শুরু করে ধনেপাতা এমন কে পেঁপের দামও লাগামছাড়া। আলুর দামো মাত্রা ছাড়িয়েছে পেঁয়াজের দাম ৭০ পেরিয়েছে সব মিলিয়ে পূজোর মুখে বাঙালি এখন অসহায়।এমনকী কুমড়ো, পুুঁইশাঁকের মতো সবজিও দামের নিরিখে হাফ সেঞ্চুরি ছুঁয়েছে! ক্রেতারা বলছেন, খাব কী! বিক্রেতা বলছেন, জোগান কম।

বস্তুত, পুজোর মুখে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবজির দাম সেকারণে কিছুটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার টাক্স ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জেলাগুলি থেকে শাক-সবজির দাম নিয়ে রিপোর্টও নেন। এমনকী মধ্যবিত্তের সুবিধার্থে রাজ্যের চালু করা সুফল বাংলার স্টলে পর্যাপ্ত পরিমাণে সবজি মিলবে বলে আশ্বাসও দেন।

Advertisement

টাক্স ফোর্সের তরফেও জানানো হয়েছে, তাঁরা কলকাতা এবং জেলার বাজারগুলিতে মাঝেমধ্য়ে অভিযানও করছেন। তারপরও কীভাবে উর্ধ্বমুখাী সেই প্রশ্ন তুলছেন ক্রেতারা। বাড়তে বাড়তে রসুন এখন পাঁচশো টাকা কিলো! সামান্য পিছিয়ে আদা। খুচরো বাজারে কেজি প্রতি দাম ৩৮০ থেকে ৪০০। সেঞ্চুরি পার করেছে বেগুন, ঝিঙে। কিছুটা পিছনে শশা, পটল, উচ্ছে! আলুর দামও ৩০ এর নীচে নামেনি।

রাজ্যের তরফে সুফল বাংলা স্টল রাখা হলেও সেখানে সবজি আসা মাত্র শেষ হয়ে যায় বলেও দাবি ক্রেতাদের। অন্যদিকে সাধারন বাজারের দোকানিদের বক্তব্য, তাঁদের অবস্থা আরও করুণ। দিনের শেষে লাভের গুড় মেলে না। দামের কারণে লোকে কিনছে কম।

তবে অনেকের মতে, বন্যার সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফার লোভে কৃত্রিম চাহিদাও তৈরি করা হচ্ছে। কারণ, এমন অনেক বাজার রয়েছে, বন্যা কবলিত এলাকার সঙ্গে যে বাজারের কোনও সম্পর্ক নেই, কখনও সবজি আসেও না, সেখানেও সবজির উর্ধ্বমুখী দাম ঘিরেই কালোবাজারির প্রশ্ন উঠছে।

ব্যবসায়ীদের একাংশ একান্ত আলাপচারিতায় বলছেন, এর পিছনে একটা গভীর চক্রও রয়েছে। যে সবজিটা হয়েছে সেটাও অনেকে বাজারে আনছেন না। আগে সংরক্ষণের এতটা ব্যবস্থা ছিল না। ফলে নষ্ঠ হওয়ার ভয়ে অনেকেই উৎপাদিত সবজির সবরা বাজারে এনে বিক্রি করে দিতেন। এখন অনেকেই সবজি হিমঘরে রেখে দেন। দাম বাড়লে বাজারে ছাড়া হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ