দেশ 

আগামী কাল তিন তালাক বিল রাজ্যসভায় পেশ করবে মোদী সরকার ; কংগ্রেসসহ বিরোধীরা এই বিল আটকাতে তৎপর ; উত্তাল হতে পারে রাজ্যসভা

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৮ সালের শেষ দিন আগামী কাল সোমবার রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করতে চলেছে মোদী সরকার । রাজ্যসভায় যাতে এই বিল পাশ করানো যায় তা নিয়ে কেন্দ্র সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে । কিন্ত এই ইস্যুতে খোদ কেন্দ্রের শাসক এনডিএ জোটে ভাঙন দেখা দিয়েছে বলে জানা গেছে । গত বৃহস্পতিবার লোকসভায় ১০টি বিরোধী দলের আপত্তি অগ্রাহ্য করে সংখ্যাগরিষ্ঠ সদস্যের জোরে সংসদে তিন তালাক ফৌজদারী অপরাধ সংক্রান্ত বিলটি লোকসভায় পাশ করানো হয় । কংগ্রেস সহ বিরোধীদের দাবি ছিল এই বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক । তা না করে লোকসভায় বিল পাশ করানো হয় ।

সেই বিল রাজ্যসভায় আটকাতে তৎপর হচ্ছে বিরোধীরা । কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। তারা বিল থেকে ফৌজদারি অপরাধের বিষয়টি বাদ দেওয়ার দাবি জানিয়েছে । তারা বিলটিকে সংসদের জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেছে । কিন্তু সরকার সেই দাবিকে খারিজ করে বিল পাশ করিয়ে নেয়। তাই ওইদিন লোকসভায় ওয়াক আউট করে কংগ্রেস। লোকসভায় পাশ হয়ে গেলেও এই বিলকে আইনে পরিণত করতে  হলে রাজ্যসভায় পাশ করাতে হবে। কিন্তু রাজ্যসভা মোদী সরকার সংখ্যালঘু। ফলে সেখানে বিল কীভাবে পাশ হবে, তা নিয়ে চিন্তিত সরকার পক্ষ। তাই এই পরিস্থিতিতে নিজেদের ভোট গুছিয়ে রাখতে তত্পর মোদী সরকার। সেই কারণে এই হুইপ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সরকার পক্ষের সব চেষ্টা বানচাল করতে মরিয়া বিরোধীরা। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের কথাতেও তা স্পষ্ট। শনিবার তিনি কোচিতে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান রাজ্যসভায় এই বিরোধিতা নিয়ে কংগ্রেসের পরিকল্পনার কথা।

Advertisement

তিনি জানান, লোকসভায় ১০টি বিরোধী দল একযোগে তাৎক্ষণিক তালাক বিরোধী বিলের বিরোধিতা করেছে। বিভিন্ন ইস্যুতে এনডিএ-কে যে দলগুলি সমর্থন করে, তাদের মধ্যে এআইএডিএমকে-ও এই বিলের বিরোধী।এর আগেও একবার এই বিল এনেছিল সরকার। সেপ্টেম্বর অর্ডিন্যান্স হিসেবে ওই বিল লোকসভা পাস করায় সরকার। কিন্তু তা আটকে যার রাজ্যসভায়।

সব মিলিয়ে আগামী কাল বছরের শেষ দিনে ফের সংসদের উচ্চ কক্ষ উত্তাল হয়ে উঠতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । তবে এই বিল যে রাজ্যসভায় আটকে যাবে তা বলাই বাহুল্য । বিরোধীরা তো বটেই খোদ এনডিএ-র শরীকরাও এই বিলের বিরোধিতা করছে । এমনকি বিজেপি দলের অন্দরে এ নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানা গেছে । তাই লোকসভায় বিজেপির ২৭০ জন সদস্য থাকা সত্ত্বে তিন তালাক বিলে পক্ষে ভোট পড়েছিল মাত্র ২৪৫টি । তাহলে বাকী বিজেপি সাংসদরা কেন ভোটাভুটিতে ছিলেন না নিয়ে প্রশ্ন উঠেছিল । সুতরাং রাজ্যসভায় তিন তালাক বিল মোদী সরকারের পক্ষে পাশ করানো প্রায় অসম্ভব ।

 

 

 


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × five =