কলকাতা 

মহালয়ার দিন নির্যাতিতার বাড়ি গেলেন সিবিআই এর আধিকারিকরা! রহস্য?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বুধবার মহালয়ার দিন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্মরত তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণ করার তদন্তে ফের নির্যাতিতার বাড়ি গেল সিবিআই। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ ঘোষ এবং পুলিশ আধিকারিক অভিজিৎ মন্ডলকে জেরা করে সিবিআই। মনে করা হচ্ছে এই জেরার ফলে বিশেষ কোনো তথ্য পেয়েছে তারই ভিত্তিতে কথা বলার জন্য নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেছেন সিবিআই এর আধিকারিকরা।সূত্রের খবর, বুধবার দুপুরে সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছেন সোদপুরে নির্যাতিতার বাড়িতে।

সূত্রের খবর, তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এ ব্যাপারে নিহত ডাক্তারি ছাত্রীর বাবা-মার কাছে কোনও তথ্য রয়েছে কিনা তা জানতেই এদিন সিবিআইয়ের দল পৌঁছেছেন তাঁদের বাড়িতে।

Advertisement

এছাড়াও নির্যাতিতার পরিবারের তরফে সিবিআইকে দেওয়া চিঠির সঙ্গে সংগৃহীত তথ্য এবং বয়ান মিলিয়ে দেখতে ফের বাবা মায়ের মুখোমুখি হয়েছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে মঙ্গলবার সন্ধেয় প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন গোয়েন্দারা। তারপরই এদিন তাঁরা নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ