কলকাতা 

মহালয়ার সকালে জেসিবি পিষে দিল স্কুল ছাত্রকে! সকাল থেকেই বাঁশদ্রোণীতে উত্তেজনা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মহালয়া ও গান্ধী জয়ন্তীর সকালে দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণীতে। সংবাদে প্রকাশ, বুধবার সকালে টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবি পিষে দেয় ওই ছাত্রকে।রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা।

দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের কথায়, ওই এলাকায় কয়েক দিন ধরে রাস্তা সারায়ের কাজ চলছে। সেই সারাইয়ের কাজের জন্য রাখা ছিল একটি জেসিবি। বুধবার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল এলাকারই নবম শ্রেণির ওই ছাত্র। মাটি কাটার সময় ওই জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ঘটনাস্থলে যত ক্ষণ পর্যন্ত না তৃণমূল কাউন্সিলর আসবেন, তত ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখাবেন। দুর্ঘটনার দায় কার, প্রশ্ন তুলছেন স্থানীয়েরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ