কলকাতা জেলা 

বায়োকেমিক চিকিৎসক সম্মেলন সোদপুরে

শেয়ার করুন

বাংলার জনরব-আসাদ আলীঃ গত ২৯/৯/২০১৪ তারিখ রবিবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত সোদপুরে দেশবন্ধু বিদ্যাপীঠ (বালক)এ প্রায় ৭০/৮০ জন বিকল্প চিকিৎসা বিশেষত বায়োকেমিক চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও সক্রিয় অংশ গ্রহণের মধ্য দিয়ে চিকিৎসক প্রীতম দাশ ও চিকিৎসক গোপাল শীল মহাশয়ের দক্ষ সঞ্চালনায় এবং চিকিৎসক শ্রীবাস সেন মহাশয়ের সার্বিক পরিচালনা ও তদারকিতে জনকল্যাণকে সামনে রেখে স্বল্প খরচে চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হল। উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছিল বায়োকেমিক চিকিৎসা দর্পণ ও তার পরিচালক মন্ডলি । সহযোগিতায় ছিল শ্রী আরোগ্য নিকেতন ও যোগাশ্রম।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন ডাক্তার সেখ আসাদ আলী, ডাক্তার অনুপ কুমার রায়, ডাক্তার চঞ্চল ব্যানার্জি, ডাক্তার মানিক বিশ্বাস, ডাক্তার কপিল চ্যাটার্জি, ডাক্তার সুধীর কুমার ঘোষ, ডাক্তার কানাই দাস, ডাক্তার শ্রীবাস সেন প্রমুখ। তারপর অতিথিবরণ অতিথি বরণে বেছে নেওয়া হয় বহুল ব্যবহার আমাদের হলুদ আর চন্দনকে। সমস্ত অতিথিদের হলুদ আর চন্দনের টিপ পরিয়ে বরণ করা হয়। সভাপতি ছিলেন ডাক্তার চঞ্চল ব্যানার্জি, সহ-সভাপতি ডাক্তার অনুপ কুমার রায়, প্রধান অতিথি ডাক্তার সেখ আসাদ আলী, বিশেষ অতিথি ডাক্তার মানিক বিশ্বাস ও ডাক্তার মহাবীর ব্যানার্জি। একে একে সুচিন্তিত বক্তব্য রাখেন উপরোক্ত অতিথি বৃন্দ। তাছাড়াও বক্তব্য রাখেন ডাঃ আশীষ কুমার রায়, ডাক্তার শ্রীবাস সেন, ডাক্তার প্রীতম দাস, ডাক্তার গৌতম শীল, অর্গানন থেকে আগত ডাক্তার বিক্রম সাঁতরা, ডাক্তার সমীর লোধ প্রমুখ।

Advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ বিমানচন্দ্র সরকার, ডাক্তার সমীর কুমার ঘোষ, ডাক্তার তাপস দীর্ঘান্দী, ডাক্তার শাহাবুদ্দিন শেখ, ডাক্তার নাঈম উদ্দিন শেখ, ডাক্তার পালান বালা, ডাক্তার অমিত কুমার বিশ্বাস, ডাক্তার দিলীপ দাস, ডাক্তার সুপর্ণা ঘোষ, ডাক্তার তপন কুমার পন্ডা, ডাক্তার সালমা খাতুন, ডাক্তার সুজাতা বিশ্বাস প্রমুখো।

বায়োকেমিক চিকিৎসায় উপকৃত হয়ে আগ্রহ দেখিয়ে উপস্থিত ছিলেন গড়িয়া থেকে শ্রীমতি সীমা দোলুই ও বারুইপুর থেকে উত্তম নাগ। আগত প্রত্যেক অতিথি চিকিৎসক ও ছাত্রছাত্রীকে “বায়োকেমিক প্র্যাকটিশনার অব দ্য ইয়ার ২০২৩” মেমেন্টো ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। মহিলারা এই প্যাথিতে এগিয়ে আসায় উদ্যোক্তারা ভীষণ খুশি ও আশার আলো দেখছেন।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ