কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বাঙালি সন্তান মিঠুন চক্রবর্তী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন।। আগামী ৮ই অক্টোবর 70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক এক্সবার্তায় এই গৌরবময় সম্মান ঘোষণা করেন।

অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তাঁর পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচকমণ্ডলী দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন করা গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, এই বছরেই গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল। যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চা হয়েছিল। মিঠুন চক্রবর্তী সিনেমা জগতে পা রাখেন বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের ক্যামেরা সামনে। ১৯৭৬ সালে জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা ‘মৃগয়া’য় প্রথম অভিনয়ের স্বাক্ষর রাখেন বাংলার প্রথম ‘দাদা’।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ