দেশ 

”একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন ?” চপার দূনীর্তি মামলায় আদালতে ইডির দাবির পরই কংগ্রেসের প্রশ্ন মোদীকে

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চপার দূনীর্তি মামলায় অভিযুক্ত মিশেল নাকি জেরায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম বলেছে বলে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে ইডি দাবি করার  সঙ্গে সঙ্গে পাল্টা আসরে নেমেছে কংগ্রেস। কংগ্রেস দল এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছে । কংগ্রেস দাবি করেছে ,বিজেপি সরকার মিশেলের উপর চাপ সৃষ্টি করে একটি নাম করা পরিবারের নাম জড়ানোর চেষ্টা করছে । এতে খুব বেশি সফল হবে না ।

আদালতে ইডির এই দাবি সামনে আসার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র আর পি এন সিং। তিনি বলেন , চাপ দিয়ে মিশেলকে দিয়ে একটি বিশেষ পরিবারের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, ”একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন?”

Advertisement

বিজেপিই যে এই কাজ করছেন, তাও স্পষ্টভাবেই অভিযোগ করেছেন ওই কংগ্রেস নেতা। মিশেল কী বলবেন, আদালতে ইডি কী জানাবে, সব বিজেপিই ঠিক করে দিচ্ছে বলেও তিনি পরোক্ষে অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, ”বিজেপির চিত্রনাট্যকারদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।”

 

 

 

 

 


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + 20 =