পুজোর আগেই জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ?
বিশেষ প্রতিনিধি : পুজোর আগেই কী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন? শুক্রবার কলকাতা হাই কোর্টে পার্থদের জামিনের মামলায় শুনানিতে এই আভাস পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার জামিন মামলার শুনানিতে হাইকোর্টে পার্থের আইনজীবী অরবিন্দ কেজরীওয়াল, মনীশ সিসোদিয়া থেকে অনুব্রত মণ্ডল, সম্প্রতি জামিন পাওয়া এমন অনেক নেতার দৃষ্টান্তও দিয়েছেন আদালতে। তবে পার্থদের জামিনের মামলা ঝুলেই রইল। আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
শুক্রবার পার্থ ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অপূর্ব সাহাদের মতো রাজ্যের প্রাক্তন শিক্ষাকর্তাদের জামিনের মামলার শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে। পার্থের জামিনের বিরুদ্ধে এত দিন সিবিআইয়ের অন্যতম প্রধান যুক্তি ছিল, তিনি প্রভাবশালী। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন। সাক্ষীদের উপরও প্রভাব খাটাতে পারেন। নষ্ট করতে পারেন তথ্যপ্রমাণ। শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের এই যুক্তি উড়িয়ে দেন পার্থের আইনজীবী। তাঁর সওয়াল, পার্থ এখন মন্ত্রী নন। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে নেই। তিনি এখন একা। ফলে তাঁর বিরুদ্ধে যে ‘প্রভাবশালী’ তকমা রয়েছে, তা সঠিক নয়।
এ প্রসঙ্গে অন্য দৃষ্টান্ত টেনে পার্থের আইনজীবী জানান, বিভিন্ন মামলায় কেজরীওয়াল, সিসোদিয়ারাও গ্রেফতার হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধেও ‘প্রভাবশালী’ তকমা এঁটে দেওয়া হয়েছিল। তাঁরা এখনও প্রভাবশালী। কিন্তু তা সত্ত্বেও তাঁরা জামিন পেয়ে গিয়েছেন। পার্থ প্রভাবশালী না হওয়ার পরেও কেন তিনি জামিন পাবেন না? প্রশ্ন তোলেন আইনজীবী।